রাজস্থলীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটির রাজস্থলীতে গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা ঘুমন্ত এবং নিরস্ত্র বাঙ্গালীদের উপর যে নির্মম বর্বরতা, নির্যাতন এবং হত্যাকান্ড চালিয়েছিলো তার প্রেক্ষাপট তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীনতাকে রুখে দিতে তারা রাতের অন্ধকারে বাঙ্গালীদের উপর অপারেশন সার্চলাইট পরিচালনা করেছিলো। কিন্তু বাঙ্গালীদের অপরিসীম সাহস এবং আত্মত্যাগ পাকিস্তানি হানাদারদের উদ্দেশ্য পূরণ হতে দেয়নি। অবশেষে রক্তের সাগরের মধ্য দিয়ে বাংলার আপামর জনতা স্বাধীনতা ছিনিয়ে আনে।