রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটির রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের সাংগঠনিক সভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বেলা ২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হলরুমে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদল রাজস্থলী শাখার সদস্য মোঃ তানভীর ইসলাম কবিরের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক মোঃ কাউসার উদ্দিন সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ সফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া রাঙ্গামাটি জেলা তাঁতি দলের সদস্য সচিব মোঃ জমির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সগির, উপজেলা বিএনপির সদস্য জিকু দে, রাঙ্গামাটি জেলা তাঁতি দলের সদস্য মোঃ আফসার আলীসহ রাজস্থলী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলকে গতিশীল করার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে যার যার জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করতে করবে। কোন চাঁদাবাজ, দখলদার, মাদক কারবারীসহ টেন্ডারবাজদের জায়গা বিএনপি ও সহযোগী সংগঠনে হবে না। আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য দলের প্রত্যেক নেতাকর্মীকে সৎ এবং যোগ্য হিসেবে গড়ে তুলে জনগণের দৌড় গোড়ায় পৌছাঁতে হবে। কোন নেতাকর্মীর বিরুদ্ধে যদি কোন অভিযোগ প্রমাণিত হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদ দল এবং সহযোগী সংগঠনে তার স্থান হবে না। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সবাইকে আদর্শবান হয়ে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে।
সাংগঠনিক সভা শুরু হওয়ার পূর্বে রাজস্থলী উপজেলা বিএনপির কার্যালয় থেকে হ্নাড়ামুখ পাড়া, রাজস্থলী বাজার এবং উপজেলা সদরে একটি র্যালী বের হয়ে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/