রাজস্থলীতে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে রাজস্থলীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে সমবায় দিবস উদযাপন উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমবায় কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, রাজস্থলী থানার এসআই জয়নাল আবেদিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমানসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা সমবায় অফিসের উপকারভোগীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সমবায় দিবসের আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের কোন বিকল্প নেই। সমবায় সমিতির মাধ্যমে দেশের অনেক ছোট সংগঠন বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে এবং দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। এছাড়া দেশের অর্থনীতিতেও সমবায়ের ভুমিকা অনেক।