হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্যদের মাঝে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধারের পদ্ধতি, সম্পদের টেকসই ব্যবহার ও সহনশীল জীবিকায়ন বিষয়ে এক কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের উথিনসিন মারমার হেডম্যান কার্যালয়ে এই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউএনডিপির সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কাপ্তাই হেডম্যানপাড়া জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সভাপতি নীলা ত্রিপুরা। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পরিচালিত ‘জীববৈচিত্র্য ও প্রতিবেশ পুনরুদ্ধারের মাধ্যমে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি কার্যক্রম’ প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাল্পউড বাগান বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম দেওয়ান এবং রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু। এই প্রশিক্ষণে রাজস্থলী উপজেলা দুর্গম ও প্রান্তিক এলাকার হেডম্যান, কার্বারী, পাড়া বন সংরক্ষণ কমিটির সদস্যসহ ভিসিজি কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/