
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান।
রাজস্থলী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেলের সঞ্চালনায় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, জামায়তের সেক্রেটারি মোঃ রেজাউল করিম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য ফ্রন্টের সহসাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, উপজেলা তাঁতিদলের সভাপতি মোঃ ছাদেকসহ রাজস্থলী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে ঘিলাছড়ি ফুটবল একাদশ বাঙ্গালহালিয়া ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে। এছাড়াও ফুটবল ম্যাচ শেষে উপস্থিত মহিলা দর্শকদের জন্য বালিশ খেলার আয়োজন করা হয় এবং ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
উল্লেখ যে, উপজেলা তিন ইউনিয়নের তিনটি দল নিয়ে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।