হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলীতে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা এবং লিঙ্গবৈষম্যে দূরীকরণের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) রাজস্থলী থানার অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রামের মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নারীর প্রতি সহিংসতা এবং লিঙ্গ বৈষ্যম্য দূরীকরনে পুলিশের কার্যক্রমের উপর দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন এবং এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী।
এই কর্মশালায় রাজস্থলী থানায় কর্মরত সকল অফিসার এবং পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/