রাজস্থলীতে নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন করা হয়।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে একটি র‍্যালী প্রদক্ষিণ করে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, রাজস্থলী ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিসহ দায়িত্বশীল কর্মকর্তা, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতে সকলকে সচেতনতা হওয়ার কোনো বিকল্প নেই। সড়কে অপমৃত্যু রোধে সড়ক আইন মেনে গাড়ি চালানো, বাইকারদের হেলমেট নিশ্চিত করাসহ ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং তা বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও অল্প বয়স গাড়ি চালানো রোধ, লাইসেন্স বিহীন গাড়ি ইত্যাদির জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।