এম বাবুল, কাপ্তাই( রাঙ্গামাটি) প্রতিনিধি : পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজস্থলী উপজেলা শাখার আয়োজনে শুক্রবার ১৪ (মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এই আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজস্থলী উপজেলা শাখার আমির মৌলভী ফরিদ আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির ২৯৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এড. মোখতার আহমেদ। এ সময় তিনি বলেন,পবিত্র রমজান মাস মানেই কুরআন নাযিলের মাস যা মানবজাতির জন্য হেদায়েতের একটা বিশেষ সময়। এই মাসেই মানুষের আমল দ্বারা নিজের আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের দুনিয়ার এবং আখিরাতের উত্তম পাথেয় খুজে নিতে হবে।
রাজস্থলী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মো: মনছুরুল হক, কাপ্তাই উপজেলা জামায়াতের আমির মো: হারুনুর রশিদ প্রমূখ।এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/