রাজস্থলীতে প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী উদ্ধার দল গঠন

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
রাঙামাটির রাজস্থলীতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধারে কমিউনিটির অংশগ্রহণ জোরদার করতে প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী উদ্ধার দল গঠন করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পরিচালিত *‘জীববৈচিত্র্য ও প্রতিবেশ পুনরুদ্ধারের মাধ্যমে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি’* প্রকল্পের আওতায় সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ গঠনসভা অনুষ্ঠিত হয়।
সভায় ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী রেঞ্জ অফিসের সহকারী বন কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় হেডম্যান প্রেমা তালুকদার, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান ও ইউপি সদস্য সজিব খিয়াং।
এ ছাড়া বিইআরসিআর-এর রাজস্থলী উপজেলা ফ্যাসিলিটেটর জনি খিয়াং, পাড়া বন সংরক্ষণ কমিটির সভাপতি–সম্পাদকসহ স্থানীয় গুণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা নবগঠিত প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী উদ্ধার দলের প্রতি দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণই পরিবেশের ভারসাম্য রক্ষার মূল ভিত্তি। কমিউনিটি পর্যায়ে সবাই এগিয়ে এলে পরিবেশ সুরক্ষা আরও সুসংহত হবে।