রাজস্থলীতে ফোর স্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
যুবসমাজকে মাদকের ছোবল থেকে বিরত রাখতে এবং মাদকের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুরে গত ৪ জুলাই শুরু হওয়া ফোর স্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৫ জুলাই বিকাল ৫টায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর যুব সমাজের উদ্যোগে শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ মুখোমুখি হয় শফিপুর লাল একাদশ বনাম শফিপুর কিংস একাদশ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ ও সাধারণ সম্পাদক মংঞোই মারমা।

রাজস্থলী উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্সের সঞ্চালনায় এবং রাজস্থলী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, সহসভাপতি মোঃ ফারুক মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, রাজস্থলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, উপজেলা মৎস্যদলের সভাপতি মিদুশে মারমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে শফিপুর কিংস একাদশ ২-১ গোলে শফিপুর লাল একাদশকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দুই দলের সকল খেলোয়াড়কে পুরষ্কার হিসেবে মেডেল, ক্রেস্ট ও কাপ প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ শেষে বক্তারা বলেন, তরুন এবং যুব সমাজকে মাদকাসক্তি থেকে বাঁচানোর জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমান সমাজের মাদকের ভয়ঙ্কর ফাঁদ থেকে যেনো যুবসমাজ বের হয়ে আসতে পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।