রাজস্থলীতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এই ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমদাদ উল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সহকারী শিক্ষক হাফেজ জাহিদুল আলম, হ্লাসাইমং মারমা এবং সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ত্রিপক্ষীয় সমাবেশে বক্তারা শিক্ষার মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা অপরিহার্য। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করে গড়ে তোলার জন্য একটি সুন্দর ও উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। তারা আরও বলেন, শিক্ষার সার্বিক মানোন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ও আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ত্রিপক্ষীয় উদ্যোগের মাধ্যমেই শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব বলে অভিমত প্রকাশ করেন অভিভাবকরা।