

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় তাইতং পাড়া ইয়ং ষ্টার ক্লাবের উদ্যোগে সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) বিকালে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোন ৫৬ বেঙ্গলের রাজস্থলীর সাব জোন কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মাহিন। খেলা চলাকালীন পুরো সময় ধরে খেলা উপভোগ করেন তিনি এবং খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলের হাতে পুরস্কার বিতরণ করেন। এসময় গাইন্দ্যা ইউনিয়নের চেয়ারম্যান পুচিংমং মারমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফাইনাল খেলা উপভোগ করতে আসা দূরদূরান্ত থেকে আগত দর্শকরা জানান, এই ফাইনাল খেলায় যে পরিমাণ মানুষ এসেছে এমনটা আগে কখনো দেখা যায়নি। এখানে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারিনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ খেলা শেষ হয়েছে এটা অনেক ভালো লেগেছে।
এতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শৃঙ্খলা রক্ষায় শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করে।
টুর্নামেন্টের টানটান উত্তেজনাপূর্ন ফাইনাল ম্যাচে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কুইক্যাছড়ি নিউ ষ্টার এফসি দল একই ইউনিয়নের আড়াছড়ি হেডম্যান পাড়া এফসি দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে প্রাইজমানি এবং ট্রফি প্রদান করা হয়েছে। এছাড়া পরাজিত দলকে শান্তনা পুরস্কার হিসেবে প্রাইজমানি এবং ট্রফি দেয়া হয়েছে।
ছবি ও ক্যাপসনঃ রাজস্থলীতে ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন রাজস্থলী আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মাহিন।