
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক দুই দিনব্যাপী এক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী উপজেলা পরিষদের প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব দেবশিষ কুমার দাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান, রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্টলের উদ্যোক্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় উদ্ভাবকদের উৎসাহিত করা।
উদ্বোধন শেষে প্রধান অতিথি দেবাশিষ কুমার দাশসহ উপস্থিত সকল অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় তাঁরা স্থানীয় উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাধারার প্রশংসা করেন এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। দুই দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনী আগামীকাল বৃহস্পতিবার বিকালে সমাপ্ত হবে।