হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং রাজস্থলী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে রাজস্থলীতে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই সেমিনার ও প্রদর্শনীতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব দেবশিষ কুমার দাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় উদ্যোক্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সেমিনারে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা ইনস্টিটিউটের (বিসিএসআইআর) একটি প্রতিনিধি দল মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তি উপস্থাপন করেন। এর মধ্যে নিম ও অন্যান্য ঔষধি উদ্ভিদের গুণাগুণ, টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন পদ্ধতি, রোগমুক্ত বীজ ও উন্নত আলু উৎপাদন এবং এর ব্যবহারিক দিকগুলো তুলে ধরা হয়।
এতে বক্তারা স্থানীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। স্টল প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে বিচারকদের রায়ে ১ম স্থান অর্জন করে রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অর্জন করে রাজস্থলী সরকারি কলেজ এবং ৩য় স্থান অধিকার করে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/