
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় এবং রাজস্থলী শাখার ব্যবস্থাপনায় রাজস্থলীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ২১৩তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও স্কাউটসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব দেবাশিষ কুমার দাশ এবং রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমদাদ উল্লাহ, কোর্স লিডার এলটি স্কাউটার কামরুন্নাহার বেগম, প্রশিক্ষক স্কাউটার নির্মল চাকমা, স্কাউটার রুপাঞ্জলি ধর, স্কাউটার বিজন কুমার দে, স্কাউটার লিটন চন্দ্র দেব, স্কাউটার ফেরদৌস আক্তার, স্কাউটার বিজন কান্তি দাশ, রাজস্থলী উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষকদের প্রশিক্ষলব্ধ জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এছাড়াও প্রশিক্ষণার্থীরা যাতে স্কাউটিং এর বিষয়ে ভালোভাবে জ্ঞান লাভ করতে পারে সেজন্য প্রশিক্ষকদের আহ্বান জানান বক্তারা।
৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে রাজস্থলী ও নানিয়ারচর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করছেন। কোর্সে তারা স্কাউটিংয়ের মৌলিক বিষয়াবলি ও নেতৃত্বের গুণাবলী অর্জনে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।