
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের তালুকদার পাড়া এলাকায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনে এলাকার অসংখ্য খামারি তাদের গবাদিপশু ও হাঁস-মুরগি নিয়ে আসেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পেইনে গবাদিপশুগুলোকে অ্যানথ্রাক্স (তড়কা) এবং এলএসডি (Lumpy Skin Disease) রোগের টিকা দেওয়া হয়, যা এই অঞ্চলের গবাদিপশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এই টিকাদান কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করে। এছাড়াও ছাগলকে পিপিআর (PPR) রোগের টিকা প্রদান করা হয় যা ছাগলের একটি মারাত্মক সংক্রামক রোগ এবং এর প্রতিরোধে টিকাদান অপরিহার্য। ক্যাম্পেইনে আগত সকল গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে কৃমিনাশক প্রদান করা হয়, যা প্রাণীদের সুস্থ বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক।
উপজেলা ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান জানান, এই ধরনের ক্যাম্পেইন আয়োজনের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ এলাকার খামারিদের দোরগোড়ায় আধুনিক প্রাণিচিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং প্রাণিসম্পদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করা। বিনামূল্যে এসব সেবা পেয়ে খামারিরা দারুণ উপকৃত হয়েছেন এবং প্রাণিসম্পদ পালনে উৎসাহিত হচ্ছেন। তারা আরও বলেন, সুস্থ প্রাণিসম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং খাদ্যের চাহিদা পূরণে সহায়তা করে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা চিরঞ্জীব চাকমা ও ড্রেসার কয়েসাচিং মারমা।