রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে বুদ্ধ বিহারে নগদ সহায়তা

রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা বিএনপির পক্ষ থেকে ঘিলাইছড়ি সার্বজনীন সুবর্ণ মৈত্রী বিহারের উন্নয়নের জন্য নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকাল ২টায় উপজেলার ঘিলাছড়ি সার্বজনীন সুবর্ণ মৈত্রী বিহারের উন্নয়নের জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নগদ ৪৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, সহ সভাপতি চথোয়াইমং মার্মা, জেলা বিএনপির সদস্য মিশাচিং মার্মা, সহসভাপতি মুইথুইঅং মারমা, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, উপজেলা বিএনপির সদস্য লাকি মারমা প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের দল। বিএনপি এদেশের সকল ধর্মের মানুষের জন্য সবসময় কাজ করে আসছে। পাহাড়ি বাঙালি সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের পাহাড়সহ বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।