হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন রাজস্থলী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজস্থলী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের পর্যবেক্ষক ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান।
অভিষেক অনুষ্ঠানে প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক মোঃ সুমনসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে হবে এবং একই সাথে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনগণের সামনে তুলে ধরতে হবে।
নবনির্বাচিত সভাপতি আজগর আলী খান তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রাজস্থলী উপজেলার সার্বিক উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক মোঃ সুমনও তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে রাজস্থলী উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/