

মো.গোলামুর রহমান, লংগদু (রাংগামাটি)
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লংগদু উপজেলা শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এইচএসসি/আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীনদের উজ্জীবিত করতে আয়োজক সংগঠনের পক্ষ থেকে উৎসাহমূলক স্লোগান ও ব্যানার প্রদর্শন করা হয়। ব্যানারে লেখা ছিল,তোমরা হবে স্বপ্নে-রাঙ্গা সূর্যোদয়, লক্ষ্য আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও আদর্শিক গঠনই পারে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে। নতুন প্রজন্মকে পড়াশোনায় মনোযোগী হয়ে আদর্শ, চরিত্র ও দক্ষতায় গড়ে উঠতে হবে,যাতে তারা দেশ ও জাতির যোগ্য নাগরিক হিসেবে অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
এসময় বিশেষ অতিথি ছিলেন রবিউল ইসলাম, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখা, মাওলানা নাছির উদ্দীন,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখা,এখলাছ মিয়া খান, প্রধান উপদেষ্টা, লংগদু প্রেসক্লাব।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কামরুল হাসান, আল আমিন, রোকন উদ্দীন ও আবিদুল ইসলাম, জেলার দায়িত্বশীল সদস্য জুনায়েদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা শিবিরের সভাপতি মোঃ নবী হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মোঃ নেহেরুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লংগদু সরকারি মডেল কলেজ শাখা।
উল্লেখ্য, নবীন শিক্ষার্থীদের হাতে প্রথমে ফুল,বই ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।