লংগদুতে ট্রাকের চাপায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙামাটি)
রাঙামাটির লংগদু উপজেলায় ট্রাকের চাপায় মাসুম আল হাছান (১৫) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুম বাইসাইকেল নিয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে অতিক্রম করার মুহূর্তে মাসুমের ভারসাম্য নষ্ট হয়ে গেলে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত তাকে লংগদু হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানান, তাঁরা খবর পেয়ে হাসপাতালে পৌঁছে মাসুমকে মৃত অবস্থায় পান এবং বিষয়টি তদন্তের জন্য থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।
লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিক্ষার্থীটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
লংগদু থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে চলে যায়। পুলিশ লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকচালক ও ট্রাক (চট্ট মেট্রো: ট-১২-০৪৩৪) শনাক্তের চেষ্টা চলছে।