মো.গোলামুর রহমান।।
রাঙ্গামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা ও রান্নাকৃত খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে লংগদু জোনের উদ্যোগে লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন হাসানপুর মহিলা মাদ্রাসা ও এতিমখানায় সর্বমোট ৩০০ জনের মাঝে রান্নাকৃত খাবার প্রদান করা হয়েছে। এছাড়াও হাসানপুর এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থ স্থানীয় মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় লংগদু জোনের উপ অধিনায়ক মেজর মারুফ হোসাইন এর উপস্থিতে মানবিক সহায়তার অংশ হিসেবে শীতবস্ত্র, আর্থিক সহায়তা এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে লংগদু জোনের উপ অধিনায়ক বলেন, দুর্গম পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বল জানান তিনি।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/