হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
পবিত্র রমজান মাসের সব রোজা সম্পন্ন করায় ১১জন কিশোরসহ ২জন ইতিকাফ কারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আননূর ফাউন্ডেশন।
সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পরবর্তী সময়ে রাজস্থলী উপজেলা মডেল মসজিদে সহযোগিতা্য এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রাজস্থলী উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি তাওহীদুল ইসলাম তাওহীদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, গাইন্দ্যা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সোলায়মান, ইউপি সদস্য মোঃ নুর আলমসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এই অল্প বয়সে মহান আল্লাহর হুকুম পালন করার আগ্রহ খুবই প্রশংসার যোগ্য। আর সঠিকভাবে মহান আল্লাহর হুকুম পালন করার জন্য শৈশব থেকে ধর্মচর্চা করা অনেক উপকারী। এর মধ্যদিয়ে শিশু কিশোররা বিভিন্ন অনৈতিক কাজে জড়ানো থেকে নিজদের রক্ষা করতে পারবে। আর বর্তমান প্রজন্মকে সমাজের ভয়াল মাদকাসক্তি থেকে বাঁচাতে ধর্মচর্চার কোন বিকল্প নেই।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/