স্বামী কর্তৃক নির্যাতিত অন্তঃসত্ত্বা নারীর চিকিৎসায় আন নূর ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
রাঙামাটির রাজস্থলী উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আন নূর ফাউন্ডেশন স্বামী কর্তৃক নির্যাতনের শিকার এক অন্তঃসত্ত্বা নারীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমছড়া পাড়ার মশারীঘোনা গ্রামের অসহায় জমির উদ্দিনের একমাত্র মেয়ে মৌসুমী আক্তারের চিকিৎসা ব্যয়ের অংশ হিসেবে পরিবারটির হাতে ১২ হাজার টাকা তুলে দেওয়া হয়। সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশন জানায়, পরিবারটি দীর্ঘদিন ধরে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। উপরন্তু বিবাহিত ও নয় মাসের অন্তঃসত্ত্বা মৌসুমী আক্তারকে স্বামীর নির্যাতনের কারণে বাবার বাড়িতে ফিরে আসতে হওয়ায় তাদের অবস্থা আরও সংকটাপন্ন হয়েছে।
সংগঠনের নেতারা বলেন, “পরিবারটি অত্যন্ত অসহায়। মৌসুমীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সমাজের সকলের এগিয়ে আসা প্রয়োজন। আমাদের সংগঠনের পক্ষ থেকে সীমিত সহায়তা দেওয়া হয়েছে, তবে প্রত্যেকের সহযোগিতা পেলে পরিবারটি সংকট কাটিয়ে উঠতে পারবে।”