হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
স্বৈরাচারী হাসিনার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও পিকেটিং প্রতিরোধে রাজস্থলী উপজেলাধীন রাজস্থলী থানা ও চন্দ্রঘোনা থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন উল্লেখযোগ্য পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উপজেলার দুই থানা পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
জানা যায়, এই অবস্থান কর্মসূচির অংশ হিসেবে থানা এলাকার প্রবেশ ও বহির্গমন পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও, জনসমাগমস্থল এবং স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর কড়া নজর রাখা হচ্ছে।
এই বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা ও পিকেটিং ঠেকাতে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল বলেন, আমরা জনগণের সহযোগিতা কামনা করছি। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করলে দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।"
উল্লেখ যে, এই কর্মসূচির উদ্দেশ্য হলো রায়কে কেন্দ্র করে যেকোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়ানো এবং জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থা বজায় রাখা।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/