মহালছড়িতে উপজেলা মৎস্য দপ্তর এলাকার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা বিতরণ ও অবমুক্তকরণ

দীপক সেন, ষ্টাফ রিপোটার
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি/বেসরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ ও বিতরণ করা হয়েছে।

২৮ আগষ্ট বৃহস্পতিবার মহালছড়ি মৎস্য দপ্তর প্রাঙ্গনে উক্ত মাছের পোনা বিতরণ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে এদিন ‍উপজেলা এলাকার ২৫ জন মৎস্যচাষীর মাঝে মোট ২০০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়। ”আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যের আলোকে বিতরণকৃত পোনা মাছ পরিচর্যা করে পরিপক্ষ মাছে পরিণত করে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য উপদেশ পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।