

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি :
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়ন পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযান চালিয়ে চোলায় মদ ও গাড়ি জব্দ সহ ৩ জন’কে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাননীয় পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলার নির্দেশে লামা থানার অফিসার ইনচার্জ ,ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাবেদ মাহমুদ,নেতৃত্বে লামা থানাধীন ফাইতং ফাঁড়ি/ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ)/ নিশান চন্দ্র বল সঙ্গীয় ফোর্স সহ ফাইতং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের নয়াপাড়া মো. আলমের চা দোকানের সামনে ফাইতং টু বানিয়ারছড়া সড়কে এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪১ লিটার দেশীয় তৈরি চোলায় মদ ও ০১ টি রেজিষ্ট্রেশন বিহীন সবুজ রংয়ের সিএনজি চালিত অটোরিকশা’সহ ০৩ জন আসামী’কে গ্রেফতার ও গাড়ী জব্দ করেন।
আসামীরা হলেন ১। মংহ্লা রাখাইন (৪২), পিতা-মৃত ছাম্রাঅং রাখাইন,এ/পি সাং-হেডম্যান পাড়া,০৮ নং ওয়ার্ড, ফাইতং ইউপি, স্থায়ী সাং-গুরঘাটা দক্ষিণ রাখাইন পাড়া,থানা- মহেশখালী,জেলা- কক্সবাজার, ২। সাচিং মং মার্মা (৪৫), পিতা- সা হ্লা অং মার্মা,সাং- হেডম্যান পাড়া, ০৮ নং ওয়ার্ড, ০৭ নং ফাইতং, ৩। ফরিদুল আলম (২৭), পিতা- আবুল হাশেম,সাং- মহেশখালী পাড়া, ০৪ নং ওয়ার্ড, ফাইতং ইউনিয়ন, থানা- লামা, জেলা- বান্দরবান।
এ বিষয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, গোপন অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে। লামা উপজেলার জনসাধারণকে অপরাধ দূরীকরণে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান করেন তিনি।