নাইক্ষ্যংছড়িতে স্ত্রীকে এসিড জাতীয় দাহ্য পদার্থে হত্যা, স্বামী গ্রেপ্তার

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে এসিড জাতীয় দাহ্য পদার্থ দ্বারা হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত হয়েছেন জেসমিন আক্তার (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারিচবুনিয়া এলাকায় ফোর এইচ কোম্পানীর ১৫নং রাবার বাগানের স্টাফ কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার বান্দরবানের ঈদগড় ইউনিয়নের দক্ষিণ করলিয়া মোরার বাসিন্দা। তার স্বামী মোঃ তোহা ওরফে পেটাইন্না (২৫) নারিচবুনিয়া আলী মিয়া পাড়ার বাসিন্দা।

এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম (২৪) বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, তার বোন জেসমিন আক্তারকে স্বামী মোঃ তোহা দহনকারী ও ক্ষয়কারী পদার্থ (এসিড জাতীয় দাহ্য পদার্থ) প্রয়োগ করে হত্যা করেছে।

ঘটনার প্রেক্ষিতে নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩ ও ২০২০) এর ৪(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-৪, জিআর নং-১১০, তারিখ-১৩ সেপ্টেম্বর মামলা দায়েরের পরপরই ১৩ সেপ্টেম্বর শনিবার আসামি মোঃ তোহা ওরফে পেটাইন্না (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিঃ) মোঃ পলাশ খান তদন্ত করছেন

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, “আসামী মোঃ তোহাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”