

দীপক সেন, ষ্টাফ রিপোটার
ব্যাপক উৎসাহ উদ্দীপনা, জমজমাট অনুষ্ঠান মালা, বর্ণাঢ্য আয়োজন এবং সনাতন ধর্মাবলম্বী হিন্দু জনগোষ্ঠীর তরুণদের তারুণ্যের সম্মিলিত প্রচেষ্ঠা ও এলাকার সনাতন ধর্মাবলম্বী সর্বস্থরের জনগণের সম্মিলিত অংশগ্রহণে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় এই প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। পূজা উপলক্ষে্য মহালছড়ি উপজেলা সদরের টিলাপাড়াস্থ গোদার পাড় বটতলায় পানির মধ্যে এক দৃষ্টিনন্দন মনমুগ্ধকর পূজার মূল পেন্ডেল তৈরী করা হয়।
১৬ সেপ্টেম্বর অধিবেষ ও ১৭ সেপ্টেম্বর মূল পূজা সুষ্ঠু সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে পলাশ ধর, জনি সেন, পার্থ চৌধুরী, রাসু সিংহদের সমন্বয়ে এলাকার তারুণ্য নির্ভর তরুণ সমাজের উদ্যোগে এবং উদ্যোগী ও উৎসাহী ধর্মানুরাগী সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই পূজা এলাকার জাতি, ধর্ম, বর্ণ, পাহাড়ি, বাঙালী সর্বস্থরের ধর্মপ্রাণ নর-নারীদের প্রশংসা কুড়িয়েছে। পূজায় আগত সকল ধর্মপ্রাণ ভক্তানুরাগিদের মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে।