আলীকদম সদরে ভিডব্লিউবি উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ উ

মো.জয়নাল আবেদীন, প্রতিনিধি
বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক বাস্তবায়িত ভিডব্লিউবি (চক্র: ২০২৫-২০২৬) কর্মসূচির আওতাধীন গরীব, দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে মাসিক ৩০কেজি হারে কার্ডধারীদের চাউল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে উপকার ভোগীদের মাঝে এই চাউল বিতরণ করেন ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি মো.আমান। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব। সদর ইউপি সদস্য সন্তোষ কান্তি দাস। ইউপি সদস্য আব্দুল মুবিন। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহেনা বেগম। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মাস্টার আপ্রুমং মার্মা’সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বিতরণে চেয়ারম্যান বলেন, সরকারের এই উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীরা উপকৃত হচ্ছেন। এধরণের কর্মসূচি চলমান থাকবে ভবিষ্যতেও। আলীকদম সদর ইউনিয়নে জনসাধারণের মধ্যে ৯-শত-৪৭-জন সুবিধাবঞ্চিত নারীরা এই ভিজিডির চাউল ২ বছর পর্যন্ত বিনামূল্য পাবেন এবং ধারাবাহিক ভাবে কার্ডধারী সবাইকে দুই মাসের জন্য ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাউল প্রদান করা হবে বলে জানান তিনি।