

প্রেস বিজ্ঞপ্তি>>
খাগড়াছড়িতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো খেজুর বাগান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে।
নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। চোখে আনন্দের ঝিলিক। মুখে উচ্ছ্বাস। কারো চোখ চকচকে মলাটে আবার কেউ নাড়াচাড়াতেই ব্যস্ত। নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উল্লাস। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা।
সোমবার (১ জানুয়ারি) সকালে এসব বই তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকরা।
এতে অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আব্দুর রহিম হৃদয় সহ শিক্ষকেরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন। এ সময় নতুন বই পেয়ে উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সে উৎসবে যোগ দেন শিক্ষক ও অভিভাবকরা।