

সৈয়দ এম এ বাসার পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর /২০২৫ ইং রোজ শনিবার বেলা ১১ ঘটিকার সময় পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের উপজাতীয় বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া।
পানছড়ি উপজেলা কৃষক দলের সভাপতি ও ৫নং উল্টাছড়ি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহ আবুল হাসেম এর সভাপতিত্বে সভায়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নীলপদ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ, যুগ্ন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, জেলা কৃষক দলের সিঃ সহসভাপতি মোঃ মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক আদুল মান্নান জাহাঙ্গীর ,সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান সরকার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাঈল, জেলা কৃষক দলের প্রচার সম্পাদক মোঃ জহির হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী। অনুষ্ঠানে বক্তরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের খাগড়াছড়ি আসনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।