

বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি । জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর নির্দেশে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার রাত ৯ ঘটিকায় গোপন সংবাদ পেয়ে ফাঁদ পেতে অভিযান চালায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবির একটি দল। এসময় একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে সিগারেট বোঝাই বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের ১২০ কার্টুন ১২০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।