

রামু প্রতিনিধি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ শ্লোগানে পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের আয়োজনে মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর কক্সবাজারস্থ একটি হোটেলের হলরুমে আয়োজিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন- প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর রাসেল আহমেদ। অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) এর গঠনতন্ত্র ও কার্যপরিধি সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) এর কক্সবাজার-চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে উপস্থিত পিএফজি সদস্যদের সর্বসম্মতিক্রমে সমন্বয়কারী নির্বাচিত হন সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা গিয়াস উদ্দিন জিকু। যুগ্ন সমন্বয়কারী নির্বাচিত হন শামসুল আলম আজাদ (সীতাকুন্ড), নুর মোহাম্মদ সিকদার (উখিয়া) ও শাহানা বেগম (চকরিয়া)।
সভায় জানানো হয়- পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) হলো উপজেলা পর্যায়ে সক্রিয় সকল বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল বহুদলীয় ও বহু পাক্ষিক প্লাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সমূহের জেলা ভিত্তিক (এক বা একাধিক জেলা) নেটওয়ার্ক। প্যান এর উদ্দেশ্য পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ সমন্বিতভাবে শান্তি, সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক নীতির ভিত্তিতে কাজ করা।
সভায় সার্বিক সহায়তায় ছিলেন- ফিল্ড কোঅর্ডিনেটর মাইনুল ইসলাম। এতে চট্টগ্রামের সীতাকুন্ড, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, উখিয়া উপজেলা পিএফজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।