বান্দরবানে আগামী ১৩ অক্টোবর সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সর্বস্তরের জনগণ

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানের রাজার সনদ বাতিল, পার্বত্য শাসনবিধি ১৯০০ বাতিল, বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদ ৯৯ বছর করা এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করাসহ সাত দফা দাবিতে বান্দরবানে আগামী (১৩ অক্টোবর) সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সর্বস্তরের জনগণ।

গত-বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবির বাস্তবায়ন চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন ও মানববন্ধন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা শান্তিপূর্ণভাবে হরতালের কর্মসূচি ঘোষণা করেছেন। তারা আরও জানান, হরতাল চলাকালীন সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সকল ধরনের জরুরি সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানকে এ কর্মসূচির বাইরে রাখা হবে। নাগরিক পরিষদের নেতৃবৃন্দ হরতাল সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং সরকারের প্রতি তাদের যৌক্তিক দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান পুনর্ব্যক্ত করছেন।