গুইমারায় বিএনপির নির্বাচনী প্রচারনা, ওয়াদুদ ভূইয়ার পক্ষে ভোট চাইলেন নেতারা

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি-২৯৮নং আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারনা চালিয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৭ নম্বর তৈকর্মা ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন আওলাদ হোসেন বাদল, সহ-সভাপতি, গুইমারা উপজেলা বিএনপি ও সমন্বয়ক, হাফছড়ি ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি ছিলেন মোঃ আবুল কাশেম, সভাপতি, হাফছড়ি ইউনিয়ন বিএনপি।

এসময় বক্তারা বলেন, “পাহাড়ের মানুষ আজ পরিবর্তন চায়। তারা ওয়াদুদ ভূইয়াকে পুনরায় সাংসদ হিসেবে চান। ২০০১-২০০৬ সাল পর্যন্ত ওয়াদুদ ভূইয়া পাহাডে যে উন্নয়ন করেছে গত ১৬ বছরে আওয়ামীলীগ তার অর্ধেক উন্নয়নও করতে পারেন নি। তাই উন্নয়নের জন্য পাহাড়ে ওয়াদুদ ভূইয়ার বিকল্প নাই। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষ এখন ধানের শীষের বিজয়ের অপেক্ষায় আছে। জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে ধানের শীষে ভোট প্রদানে সবাইকে উৎসাহিত করতে হবে।

উক্ত পথসভায় আরও আরো উপস্থি ছিলেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফারুক হোসেন সুমন, যুগ্ম-সম্পাদক দিদারুল হৃদয়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল রিফাত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দগণ।