কক্সবাজারে আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন ২১ ও ২২ নভেম্বর

রামু প্রতিনিধি
প্রতিবছরের মতো আগামী ২১ ও ২২ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন। সম্মেলন সফল করার লক্ষ্যে জেলার বিশিষ্ট আলেমগণের উপস্থিতিতে জরুরী পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর সকাল ১১ টায় আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের অস্থায়ী কার্যালয় রামুর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল্ জামিয়া আল্ ইসলামিয়া দারুল উলুম চাকমারকুল মাদ্রাসায় আয়োজিত এ পরামর্শ বৈঠকে সভাপতিত্ব করেন- কক্সবাজার ইসলামী মহা সম্মেলন সংস্থার সভাপতি ও ধাওনখালী খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মোসলিম।

পবিত্র কুরআন তেলাওয়াত ও তারানায়ে দেওবন্দ পরিবেশনের অনুষ্ঠিত বৈঠকে উদ্বোধনী বক্তব্য রাখেন- কক্সবাজার আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহছেন শরীফ।

পরামর্শ বৈঠকে বিশিষ্ট আলেমগণের মধ্যে জামিয়া ইমাম মুসলিম রহ: এর পরিচালক মাওলানা শায়খ হাফেজ সালাহুল ইসলাম, আল্ জামিয়া দারুল উলুম চাকমারকুল মাদ্রাসার পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, মহেশখালী উম্মেহানী বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শায়খ আক্তার হোছাইন সাহেব, খুরুশকুল অদুদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা এমদাদ, মহেশখালী ঝাপুয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়েজুল্লাহ, মুহেশখালী গোরকঘাটা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সাইফুল্লাহ, রামু মাজহারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ হারুন, লাইট হাউজ মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আলী, ঈদগাহ আল্ গিফারী মাদ্রাসার মুহতামিম মাওলানা ইমাম জাফর, ঈদগাহ পোকখালী এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা রেজাউল করিম, কক্সবাজার জামিয়াতুল আবরার মাদ্রাসার পরিচালক মাওলানা আতাউল করিম, কক্সবাজার বদরমোকামাস্থ শমশের মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা দেলওয়ার, রামু চাকমারকুল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম, রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ আব্দুল হান্নান, নাইক্ষ্যংছড়ি আল্ মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ জালাল উদ্দীন ফারুকী, নাইক্ষ্যংছড়ি আন নুর একাডেমির পরিচালক মাওলানা আছেম, রামু খুনিয়াপালং আজিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল কবির হেলালী, কক্সবাজার সদরের বিশিষ্ট আলেম মাওলানা এড. রিদুয়ানুল কাদির, উখিয়ারঘোনা মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা শহীদুল্লাহ, মনিরঝিল এমদাদিয়া দারুল উলুম নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল্লাহ, গর্জনিয়া সোলতানিয়ার নির্বাহী পরিচালক মাওলানা জসিম, চাকাঢালার মাওলানা আব্দুর রহমান, উখিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নুর মোহাম্মাদ, কক্সবাজার পৌরসভা সাওতুল কুরআন মাদ্রাসার পরিচালক সহ কক্সবাজার জেলার বিশিষ্ট উলামায়েকেরাম ও ইমামগণ উপস্থিত ছিলেন।

পরামর্শ বৈঠকে শুভেচ্ছা বক্তৃতায় আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহছেন শরীফ উপস্থিত সকল উলামায়ে কেরামগণকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন আগামী ২১ ও ২২ নভেম্বর ২০২৫ খৃষ্টাব্দ, শুক্রবার ও শনিবার কক্সবাজার আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। ইসলামী মহা সম্মেলনে আন্তর্জাতিক ইসলামী স্কলার, দেশবরেণ্য উলামায়েকেরাম ও বুযুর্গানেদ্বীন তাশরীফ আনবেন। সম্মেলন বাস্তবায়ন ও সাফল্য মন্ডিত করতে এলাকা ভিত্তিক কক্সবাজারের বিশিষ্ট উলামায়ে একরামগণ সফর করবেন এবং কক্সবাজারের সকল উলামেকেরাম, ইমাম-মুয়াজ্জিন ও সকল ধর্মপ্রাণ তাওহীদি জনসাধারণের দোয়া ও উপস্থিতি কামনা করা হয়।

সভায় বিগত আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ করা হয়। সভাপতির মোনাজাতের মাধ্যমে আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের সার্বিক সফলতা কামনা করে বৈঠক সমাপ্ত ঘোষণা করা হয়।