
এম সুজন, নানিয়ারচর
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৩১৬ জন সুবিধাভোগী অসহায় নারীর মাঝে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য চলতি মাসের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার ২৭ অক্টোবর সকালে বুড়িঘাট বাজার এলাকায় এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা।
এসময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ধীমান চাকমা, ওয়াল্ড ফুড প্রোগ্রাম-এর ফিল্ড অফিসার এস. এম. মাসুম খান, বুড়িঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তফা খানসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় সুবিধাভোগীরা।
চেয়ারম্যান প্রমোদ খীসা বলেন,“বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে অসহায় নারীরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। আমরা চাই, ভবিষ্যতে যেন আরও বেশি নারী এই সুবিধা পান।”
ওয়াল্ড ফুড প্রোগ্রামের ফিল্ড অফিসার এস. এম. মাসুম খান বলেন,ভিডব্লিউবি প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আমরা মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করছি, যাতে প্রকৃত সুবিধাভোগীরাই এই সহায়তা পান।”
অন্যদিকে, সুবিধাভোগী নারীরা জানান, এই চাল তাদের পরিবারের জন্য বড় সহায়তা হিসেবে এসেছে, যা বিশেষ করে দামের ঊর্ধ্বগতির সময়ে অনেকটা স্বস্তি দিয়েছে।