
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া:
রাজনৈতিক কর্মসূচির মাঝেও ধর্মীয় মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী ও ১৩নং ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি বিশাল যুব সমাবেশ চলাকালীন মাগরিবের নামাজের সময় হলে, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী তাৎক্ষণিকভাবে সমাবেশ স্থগিত ঘোষণা করেন। নিজেই উপস্থিত মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করেন।
রাঙ্গুনিয়া রানীরহাট বাজার চত্বরে রাজানগর ও ইসলামপুর যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশটি যখন পুরোদমে চলছিল, ঠিক তখনই মাগরিবের নামাজের সময় হয়। ইসলামের প্রতি কর্তব্যবোধ থেকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি তাৎক্ষণিকভাবে সমাবেশ স্থগিতের ঘোষণা দেন। মঞ্চের সম্মুখভাগেই যুবদলের ব্যানার ও সভার সামগ্রী অক্ষুণ্ণ রেখে তিনি জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা করেন। উপস্থিত মুসল্লিদের সঙ্গে নিয়ে সিরাজুল ইসলাম তালুকদার মাগরিবের নামাজের ইমামতি করেন।
তার এই পদক্ষেপ উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। রাজনৈতিক অনুষ্ঠানের মাঝেও ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়ায় অনেকেই তার প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে ইউসুফ চৌধুরী ও সিরাজুল ইসলাম তালুকদার বলেন, “রাজনীতি বা অন্য যেকোনো কাজই হোক না কেন, আল্লাহর ইবাদত সবার আগে। নামাজের সময় হলে সবকিছু বন্ধ রেখে নামাজ আদায় করা আমাদের ঈমানী দায়িত্ব,নামাজ শেষে পুনরায় সমাবেশ শুরু হয়।