
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক; খাগড়াছড়ি প্রতিনিধি।।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসুবাজার ও খাগড়াছড়ি সদরে গত সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রথম ধাপে এবং বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলায় দ্বিতীয় ধাপে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন মোট ৩৪ লাখ টাকার পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১২৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হয় প্রতি পরিবারে ২০ হাজার টাকা, নিহত ৩টি পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা এবং আহত ২০ জনের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
বিকালে খাগড়াছড়ি সদর উপজেলায় ক্ষতিগ্রস্থদের চেক বিতরণে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম এবং খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আবু রায়হান, খাগড়াছড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহিন মিয়া, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা প্রমূখ।
অতিথিরা বলেন, সরকারের এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে নতুন আশার আলো জ্বালাবে। তারা বলেন, বাংলাদেশ সরকার সবসময় মানুষের পাশে রয়েছে, বিশেষ করে দুর্যোগ ও সংকটের মুহূর্তে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের মনোবল দৃঢ় রেখে নতুন করে জীবন শুরু করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।