
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারাতে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ইউএনডিপির অর্থায়নে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে অন্তভুক্তি মূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয় ছিলো কঠোর আইনের প্রয়োগ নয়, একমাত্র জনসচেতাই পারে মেয়ে শিশুর প্রতি বৈষম্যতা থেকে রক্ষা করতে।
গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অংহলাপ্রু মারমা, ইউএনডিপির জেন্ডার অফিসার এলি ত্রিপুরা।
মংসানু মারমার সঞ্চালনায় এতে দুই পক্ষ থেকে পাঁচজন করে শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তিনজন শিক্ষক বিচারকের দায়িত্ব পালন করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত শিক্ষার্থীদের হাতে পরিষ্কার তুলে দেন অতিথিরা।