
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের অধিকার নিয়ে কাজ করে। পার্বত্য এলাকায় সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীর অধিকারের জন্য বিএনপি বদ্ধপরিকর। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে টাকা ছাড়াই ঘরে ঘরে চাকরী দেওয়া হবে। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। এই সংবাদ জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজস্থলী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ২৯৯ নং রাঙামাটি আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায় এবং সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হক, জেলা যুবদলের সভাপতি নুর নবী, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিল মাসুম, রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলনসহ সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, তাঁতিদলসহ জেলা এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। একইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জোর আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা আগামী দিনে বিএনপির আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।