গুইমারায় উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে গুইমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। শোভাযাত্রা জুড়ে ছিল দেশপ্রেমের স্লোগান ও উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউচুপ।

বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশ স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থা থেকে মুক্তি পেয়েছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তিনি কারামুক্ত হয়ে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আবির্ভূত হন। সেই আন্দোলনের মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্রের নবজাগরণ ঘটে, যা আজকের রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের পথ সুগম করেছে।

বক্তারা আরও বলেন, আজ যখন দেশ আবারও গণতন্ত্রহীনতার অন্ধকারে নিমজ্জিত, তখন শহীদ জিয়ার আদর্শই পারে জাতিকে মুক্তির পথ দেখাতে। তারা গুইমারার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহীদ জিয়ার হাতে গড়া দলের মনোনীত প্রার্থী, পাহাড়ের কিংবদন্তি নেতা ও জননেতা ওয়াদুদ ভূঁইয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত কর্মী উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা, দেশপ্রেমের উদ্দীপনা ও শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন।