
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর করিমিয়া কওমিয়া রশিদিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ১০ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) শফিপুর করিমিয়া কওমিয়া রশিদিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই ইসমালী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটি ও শফিপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে ইসলামিক মিশনারী সেন্টারের নির্বাহী পরিচালক আলহাজ্ব মাওলানা মীর মোহাম্মদ কাশেম এবং রাজস্থলী বাজার জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হকে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুল হুদা মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার পরিচালক হযরত আল্লামা এমদাদ উল্লাহ নানুপুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম শায়খ আল্লামা মুফতি মাহমুদুল হাসান গুনবী। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা হেলাল উদ্দিন রশীদি, মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হোরায়রা, মাওলানা আবু বকর, হাফেজ মাওলানা হোসাইন, মাওলানা রাশেদুল ইসলামসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম বক্তব্য প্রদান করেন। মহাসম্মলনটি সঞ্চালনা করেন শফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা শাহেদ হোসেন।
ইসলামিক মহাসম্মেলনে বক্তারা পবিত্র কোরআনের আদেশ-নির্দেশ এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী নিয়ে আলোচনা করেন। এসময় বক্তারা বলেন, বর্তমান পরিবার, সমাজ ও দেশের সকল অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আলোর পথে আসার জন্য মানবজীবনে কোরআন হাদিসের বাস্তবায়নের কোন বিকল্প নেই। পরিবার ও সমাজে কোরআন হাদিসের বাস্তবায়ন হলে সকল অন্যায়, অবিচার ইত্যাদি যাবতীয় খারাপ কাজ স্ব মূলে নির্মুল হবে। এই মহাসম্মেলন শেষে দেশ ও দেশের মানুষের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মহাসম্মেলন শেষে অত্র মাদ্রাসা থেকে পবিত্র কোরআন শরিফ হিফজকারী ৮ জন হাফেজকে পাগড়ি ও ক্রেষ্ট প্রদান করা হয়।