বর্নাঢ্য আয়োজনে গুইমারায় ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:
বর্নাঢ্য আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে পুরো জোন সদরে ছিলো সাজ সাজ রব। দুপুরে জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কামাল শামসুদ্দিন রানা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মিজানুর রহমান, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, মানিকছড়ি রাজ কুমার সুইচিং প্রু সাইন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্নাসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাগন, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।