হিল ভিডিপি সদস্যের মৃত্যুতে পরিবারকে নগদ পঁচিশ হাজার টাকা অনুদান

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর ৬নং হিল ভিডিপি প্লাটুনের সদস্য মোঃ আরিফুল ইসলামের মৃত্যুতে তার পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে হিল ভিডিপি সদস্য মরহুম আরিফুল ইসলামের দাফনের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে নগদ পঁচিশ হাজার টাকা তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷

এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা মর্জিনা বেগম, প্রশিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ইউপি সদস্য এমদাদুল হক মিলনসহ আনসার ভিডিপির সদস্যবৃন্দ।