
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসুবাজার এলাকায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আবারও দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সহিংসতায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে দ্বিতীয় ধাপে ৫০ লাখ টাকার এককালীন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে গুইমারা সরকারি মডেল হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬০ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, পরিষদের সদস্য কুমার সাচিং প্রু চৌধুরী, মঞ্জিলা ঝুমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, সাথোয়াই প্রু মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী,গুইমারা উপজেলা সাবেক চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে, প্রথম ধাপে খাগড়াছড়ি সদর ও রামসুবাজার এলাকার নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আরও ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। ফলে দুই ধাপে মোট ১ কোটি টাকার সহায়তা বিতরণ সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন,“দুর্যোগ বা সহিংসতার সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সবসময়ই পার্বত্যবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, সরকার চায় পার্বত্য অঞ্চলের ক্ষতিগ্রস্ত জনগণ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ও মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মতে, এই আর্থিক সহায়তা তাদের জীবনে আশার আলো হয়ে এসেছে। পুনরায় ঘরবাড়ি গড়া, চিকিৎসা ব্যয় ও সন্তানদের শিক্ষাজীবন পুনরুদ্ধারে এটি সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে সহায়তা গ্রহণকারী পরিবারগুলোর পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণা