
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক পরিচালিত চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বার্মিজ গরু ও বিভিন্ন প্রকার মালামালসহ প্রায় ২৬ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে সদা তৎপর অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। তারা শুধুমাত্র সীমান্ত রক্ষা নয়, বরং মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অন্তর্গত লেম্বুছড়ি বিওপি, ভালুখাইয়া বিওপি ও ব্যাটালিয়ন সদরের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বার্মিজ গরু ও বিভিন্ন মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে মালিকবিহীন ১৩টি বার্মিজ গরু ও বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেন, যার মোট সিজার মূল্য আনুমানিক ২৬ লাখ ৮৬ হাজার টাকা।
এ বিষয়ে ১১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. কে. এম. কপিল উদ্দিন কায়েস বলেন,
“বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো প্রকার চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সীমান্তের নিরাপত্তা, চোরাচালান দমন এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ অভিযান স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও প্রশংসার জন্ম দিয়েছে।