খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল মানুষের মাঝে ঢেউটিন বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলা সদরের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঢেউটিন তুলে দেন জেলা পরিষদের সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহাবুব আলম। তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। ঘর মেরামত ও বসবাস উপযোগী করতে এই সহায়তা তাদের কিছুটা হলেও উপকারে আসবে।”

এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

মানবিক এই সহায়তা কর্মসূচি জেলার অসহায় পরিবারগুলোর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।