অবিলম্বে গনভোটের দাবিতে বান্দরবানে জামায়াতের বিক্ষোভ মিছিল

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা আমীর-এস এম আবদুচ ছালাম আজাদ বলেছেন জনগণের দাবী মেনে নিয়ে অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করুন। ফখরুদ্দিন মইনুদ্দিনের পথে হাটবেন না। দেশকে আবার অন্ধকার ও অনিশ্চয়তার দিকে টেলে দেবেন না। বান্দরবান জেলা আমীর আরো বলেন- জাতি নতুন করে কাউকে ফ্যাসিস্ট স্বৈরচার হতে দিতে চাইনা। যারা গণভোটের চেয়ে আলু মূল্যবান বলে হালকামী করে তাদের বিষয়ে জনগণ সচেতন বলে উল্লেখ করে তিনি বলেন-জাতিকে আর নতুন সমস্যার দিকে ঠেলে দেবেন না।

গণভোটসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান জেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে বান্দরবান বাজার প্রদক্ষিণ করে বনফুলের সামনে এসে সমাবেশ অনুষ্টিত হয়।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবদুল আউয়াল। ছাত্র শিবিরের জেলা সভাপতি শামশুদ্দিন তিবরীজ, জেলা কর্ম পরিষদ সদস্য অধক্ষ্য রেজাউল করিম। পৌর আমীর মাওলানা হারুনর রশিদ প্রমুখ।