লেখক সম্মাননা পেলেন কাপ্তাইয়ের কৃতি সন্তান ডা: মং উষাথোয়াই

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ের কৃতি সন্তান ডা: মং উষাথোয়াই গত ১৪(নভেম্বর) চিটাগাং হিল ট্রক্টস রাইটার্স ইউনিয়ন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ এর আয়োজনে রাঙ্গামাটি জেলা শিল্পকলা মিলনায়তনে তাকে সম্মাননা প্রদান করেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। তিনি ১৯৫৪ সালের ২৭ সেপ্টেম্বর কাপ্তাই এর ডংনালায় ক্য থুই অং এবং আবাই মা’র সংসারে জন্মগ্রহণ করেন। নারনগিরি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাঙ্গামাটি কলেজ থেকে এইচএসসি পরে সোভিয়েত ইউনিয়নের মস্কো ক্রিমিয়া মেডিকেল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ডাঃ মং উষা থোয়াই বান্দরবান সদর হাসপাতালের সাবেক চিকিৎসা কর্মকর্তা । তিনি একাধারে একজন প্রতিষ্ঠিত চিকিৎসা বিশেষজ্ঞ, গবেষক খ্যাতনামা লেখক। ইতিমধ্যে বাংলা ও ইংরেজিতে তার তিনটি বই প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশের মারমা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রথম এমবিবিএস ও বিশেষজ্ঞ ডিগ্রী অর্জনকারী চিকিৎসক ও পিএসসি কর্মকর্তা। এছাড়া তিনি প্রথম আদিবাসী ভাষায় চলচ্চিত্র নির্মাতা। বর্তমান পর্যন্ত তার প্রযোজনায় মারমা, বম, ম্রো খ্যাং ভাষায় চারটি চলচ্চিত্র রিলিজ হয়েছে এবং তার প্রযোজনায় আদিবাসী ভাষায় সেন্সর পেয়েছেন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে। ইতিমধ্যে তিনি চলচ্চিত্র জগৎতের জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট থেকে Best প্রযোজক Award পেয়েছেন। দেশের নানা সংগঠন থেকে বেশ কয়েকটি সন্মাননা স্বারক পেয়েছেন। এছাড়া ডাঃ মং উষা থোয়াই একজন বাংলাদেশের শ্রেষ্ঠ সিনিয়র টেনিস খেলোয়াড়, টেনিস আইকন এবং সংগঠক। তিনি বান্দরবান বৌদ্ধ অনাথালয়ে ২৫০ জন ছেলেমেয়েদের জন্য একটি লন্ টেনিস কোর্ট তৈরি করেছেন যে কোর্টে প্রতিদিন সকালে নিজে খেলার পাশাপাশি অন্য খেলোয়াড়দের প্রশিক্ষন দিয়ে থাকেন। তার অর্জনে গুনী এই চিকিৎসক,প্রযোজক ও নির্মাতার জন্য শুভকামনা জানিয়েছেন তিন পার্বত্য জেলার বিভিন্ন সামাজিক সংগঠন।